বরিষণ

বৃষ্টি (আগষ্ট ২০১২)

পরিব্রাজক
  • ৪২
  • ৪৪
আমি আজ সারাদিন তোমার প্রতিক্ষায় আছি।
খোলা রেখেছি বাতায়ন।
দখিনা দারটাও উন্মুক্ত করে রেখেছি।
প্রতিক্ষা করছে আমার বারান্দা থেকে একটু দুরের কদম গাছটাও।
বাতাসের আর্দ্রতা তোমার আগমন বারতা পৌঁছে দিয়ে গেল।
সামনের বাসার উর্তি এক গায়িকা হারমোনিয়ম নিয়ে বসে আছে।
তুমি আসবা মাত্রই হয়ত গলা ছেড়ে গেয়ে উঠবে
রবীন্দ্র বাবুর কোনো একটা গান।
কিছু দুরে দেখলাম এক কিষানিকে
তার ঘর-দোর গুছাতে ব্যাস্ত হয়ে পরেছে।
সেকি হাঁক ডাক!
উলঙ্গ এক দল বালক দু’হাত আসমানের দিকে তুলে কি সব বলছে।
একটা দমকা হওয়া সে ধ্বনিকে ছিনিয়ে নিয়ে গেল
আমার কানে পৌঁছার আগেই।
মাঠ থেকে এক দল রাখল ছুটে আসছে।
তুমি আসবার আগেই যেন ওদের ফিরে আসতে হবে ঘরে।
এক এক জন এক এক কারণে ব্যাস্ত।
তবে সব মানুষই তোমার আগমনে উদগ্রীব।
সবাই তোমার আগমন বারতা পেয়েছে।
কেউ কেউ তোমাকে ভয় পাচ্ছে।
তুমি কি কাবুলিওয়ালা?
পাওনা না দিতে পারলে কি উঠিয়ে নিয়ে যাবে ঘর-দোর?
কেউ কেউ তোমাকে ভাবছে খেলার সাথী।
কারু কাছে তুমি গানের মাস্টার মশাই।
কেউ কেউ ভিষন বিরক্ত।
তোমার আগমন অনেকের কাছে অহেতুক উপদ্রব।
শুধু আমার প্রতিক্ষাটা ভিন্ন।
আমি তোমাকে ভিন্ন ভাবে বরণ করবো।
করবো ভিন্ন ভাবে আলিঙ্গন।
হঠাৎদুরে কথাও একটা বাজ পড়ল ,
সবার চোখ বন্ধ হয়ে গেল।
অমনি তুমি এলে দারুন তোরে।
নিমিষে আমায় করলে আলিঙ্গন।
তপ্ত বক্ষে শীতলতা এনে দিতে
আমায় ভাসিয়ে নিয়ে গেলে অন্য ভূমন্ডলে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ওসমান সজীব দারুণ কবিতা
সালেহ মাহমুদ সুন্দর কবিতা পরিব্রাজক। খুব ভালো লাগলো। ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও। আপনাদের অনুপ্রেরনা আগামীতে ভাল লেখার সহায়ক।
ভালো লাগেনি ১ সেপ্টেম্বর, ২০১২
Lutful Bari Panna দারুণ একটা আবহ তৈরি হল...
মিলন বনিক একটা ছবির মত পুরো দৃশ্যটা পেয়ে গেলাম কবিতায়...খুব ভালো লাগলো...শুভ কামনা কবি...
ঈদ কাটিয়ে এসে যদি এমন একটা মন্তব্য কেউ পায়, অনুভূতিটা কেমন হতে পারে? ধন্যবাদ আপনাকে।
rakib uddin ahmed দিনরাত এখানেই থমকে থাকুক ভালবাসার এক অন্য ভূবনে.....ধরণী-মায়া যতই অনলে জ্বলুক.... প্রেম টিকে থাকুক হৃদয় অনন্তে...... স্নিগ্ধ-শান্তির প্রতিচ্ছবি অবলোকন করলাম ....পছন্দের পাতায় ....অনেক সুন্দর....!বেশ ভাল লাগল কবিতা***** শুভকামনা কবি,শুভেচ্ছা রইলো।
একটা পুরানো গান মনে পড়লো। যেসব গান আমরা শুনিনা তেমন। শুনলেও বলি হারানো দিনের গান - "একেই বাঁধনে বলো জড়ালে ........."।সত্যি অসাধারণ ক্ষমতা তোমার। আমার কবিতা তোমার কতটা ভালো লেগেছে জানি না, তবে তোমার মন্তব্য? ভালো লাগার পরশে ভরে দিয়েছে মন।
গৌতমাশিস গুহ সরকার গল্প বলতে বলতে হটাথ একটা ঝাঁকুনি দিবেন ভাবলাম , কিন্তু সেরকম চমকালাম না , অবস্য আমাকে চমকাতেই হবে এমন দিব্বি কে কোন কবিকে কবে দিয়েছে? তবু ভালো , গতিময় , ধন্যবাদ
দাদা, বিশ্ব এখন কম্পন ভয়ে ভীত, আবার ঝাকুনি দেওয়াটা কি উচিৎ হবে? আগামীর জন্য তৈরী থাকুন।
মাহবুব খান ভিসন আবেগী কবিতা /ভালো লাগলো
আপনাকে দেখে কিন্তু আবেগী মনে হয় ন। মনে হয় রুক্ষ কঠিন এই জন্যই বুঝি মানুষ বলে উপরের রূপ নয় দেখতে হয় অন্তরের রূপ। অশেষ ধন্যবাদ।
উদাসী পথ সুন্দর, সুন্দর কবিতা
তুমি পথ, নাকি পথিক? বলবে?
প্রিয়ম ভালো লাগল অনেক অনেক
প্রিয়ম যার নাম তার তো ভালোলাগার মতো মন থাকবেই। ভালো লাগার মতো মন থাকলেই এমন কথা বলা যায়।
sakil vari sundor goddo kobita. Sat nambar laine tumi asa matro hole vhalo hoto baki sob thik ache
আমার "বরিষণ" মাস ব্যাপি ভেজাবে বুঝতে পারি নাই। এভেবে ভালো লাগছে যে, ধরে নিয়েছিলাম গতি কমে গেছে। ঠিক তখন দেখছি পুরানো মানুষ "বরিষণ" এ ভিজছে। শাকিল, আপনাকে ধন্যবাদ।

০৭ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫